প্রপোজ করার মেসেজ(Propose Kara SMS) প্রপোজ করার ইংলিশ মেসেজ ২০২৪

প্রপোজ করার মেসেজ (Propose Kara SMS) : প্রতিটি মানুষ ব্যক্তিগত জীবনে প্রিয় মানুষকে অথবা পছন্দের মানুষকে নিজের ভালোবাসার কথা জানানোর জন্য তাকে বিভিন্ন উপায়ে প্রপোজ করে থাকে। এ প্রপোজ করা মানেই হচ্ছে প্রেম নিবেদন করা কিংবা ভালোবাসার অনুভূতি সুন্দরভাবে বিভিন্ন উপায়ে প্রিয় মানুষ অথবা পছন্দের মানুষের কাছে শেয়ার করা। প্রপোজ করা কিংবা প্রেম নিবেদন এর মাধ্যমে প্রেমিক প্রেমিকার সম্পর্ক অথবা ভালোবাসার সম্পর্ক দুটি মানুষের মধ্যে গড়ে ওঠে। শুধুমাত্র পছন্দ কিংবা ভালোবাসার মানুষের কাছে মানুষ প্রেম নিবেদন করে তা নয় বরং বয়সের যে কোন প্রান্তে এসেও প্রতিটি মানুষ নিজের প্রিয় মানুষের কাছে প্রেম নিবেদন করে থাকে।

তাই আমরা আজকে নিয়ে এসেছি প্রপোজ করার মেসেজ অর্থাৎ বেশ কিছু রোমান্টিক মেসেজ যেগুলো ভালোবাসা আবেগ অনুভূতি মিশ্রিত সুন্দর সুন্দর মেসেজ যার মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষ অথবা পছন্দের মানুষটির কাছে প্রেম নিবেদন করতে পারবেন। এক্ষেত্রে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর সকল মেসেজ দিয়ে সহায়তা করব।

বর্তমান সময়ের মানুষ মনের ভাব প্রকাশের জন্য অন্যতম মাধ্যম হিসেবে এসএমএস কিংবা মেসেজ কে বেছে নিয়েছে। কেননা অনেকেই রয়েছে যারা সরাসরি নিজের পছন্দ কিংবা ভালোবাসার মানুষদের কাছে আবেগ অনুভূতি প্রকাশ করতে পারে না তারা মূলত মুঠোফোনে এসএমএস অথবা ইন্টারনেট প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের স্ট্যাটাস ওই এসএমএসের মাধ্যমে নিচে পছন্দের মানুষটির কাছে আবেগ ভালোবাসার কথা প্রকাশ করে থাকে।

ভালোবাসা মানে হচ্ছে মানুষের জীবনের একটি সুন্দর প্রজাপতি যা জীবনকে সুন্দরভাবে সাজাতে এবং জীবনে নতুন করে বাঁচতে ও নতুন নতুন স্বপ্ন বুনতে সহায়তা করে থাকে। এই ভালোবাসার মাঝে রয়েছে সুখ দুঃখ হাসি কান্না বিষাদ বেদনা যন্ত্রনা। যেগুলো কাটিয়ে উঠতে পারলেই মূলত মানুষের জীবন সুখী এবং মানুষের জীবনের সার্থকতা। প্রতিটি সম্পর্কের মাঝেই তিক্ততা থাকলেও সম্পর্কে দুটি মানুষ সঠিক থাকলে সম্পর্কটি অটুট বন্ধনে চিরকাল রয়ে যায়। তাইতো প্রিয় মানুষদের সাথে যতই ঝামেলা ভুল বোঝাবুঝি কিংবা অশান্তির হোক না কেন দুজনকে মানিয়ে গুছিয়ে সুন্দরভাবে প্রিয় মানুষের প্রতি নিজের ভালোবাসা আবেগ ও যত্নগুলো প্রকাশ করতে হবে। তাহলে মূলত প্রতিটি মানুষ ব্যক্তিগত জীবনে প্রিয় মানুষ অথবা ভালোবাসার মানুষদের সাথে নিজের জীবন সর্বোচ্চ সুখে কাটাতে পারবে।

প্রপোজ করার মেসেজ

প্রপোজ করা বলতে মূলত প্রিয় মানুষ অথবা পছন্দের মানুষের কাছে কিংবা স্বামী অথবা স্ত্রীর কাছে ভালোবাসা ও প্রেম নিবেদন করাকে বুঝিয়ে থাকে। এটি অনেকেই অনেকভাবে করে থাকে কবি রোমান্টিক কবিতা ছন্দ অথবা বিভিন্ন স্টাইলে প্রপোজ করা যায়। তবে বর্তমান সময়ে এসএমএসের মাধ্যমে অধিকাংশ মানুষ প্রিয় মানুষদের কাছে প্রেম নিবেদন করে থাকেন। তাই আমরা আজকে প্রপোজ করার বেশ কিছু মেসেজ নিয়ে এসেছি যেগুলো আপনি সরাসরি আপনার প্রিয় মানুষের কাছে প্রকাশ করে প্রেম নিবেদন করতে পারবেন অথবা ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এই মেসেজগুলো প্রিয় মানুষদের কাছে পাঠিয়ে দিয়ে প্রেম নিবেদন করতে পারবেন। তাই দেরি না করে চলুন প্রপোজ করার মেসেজগুলো দেখে নেওয়া যাক।

১. আমি তোমাকে আমার জীবনে প্রবেশ করার প্রস্তাব দিচ্ছি। তুমি সাদরে তা গ্রহণ করো।

২. তুমি জানো না তোমার প্রতিটি পদক্ষেপ আমার হৃদয়কে কতটা আন্দোলিত করে তোলে।‌ তুমি আমার হয়ে যাও, আর আমি শান্ত হয়ে যাই।

৩. আমার জীবন হয়তো পরিপূর্ণভাবে নিখুত নয়। ‌ কিন্তু তোমার উপস্থিতি আমার জীবনকে আরো বৈচিত্রময় করে তুলতে পারে, আমার এই প্রস্তাব তুমি ফিরিয়ে দিও না।

৪. আমি যে শুধু তোমাকে ভালোবাসার প্রপোজাল দিচ্ছি তাই নয়। তার সাথে সাথে আমার হৃদয় কেও বাজি রেখেছি।

৫. আমি তোমার হৃদয়ের একটি অংশ হতে চাই। ‌ আমার ভালবাসা দিয়ে তোমাকে সিক্ত করতে চাই, তুমি কি আমার হবে?

৬. তোমাকে না দেখার মুহূর্তগুলো আমি অতিক্রম করতে পারি না। আমার চোখ শুধু তোমাকেই খুঁজে বেড়ায়, প্লিজ তুমি আমার হয়ে যাও।

৭. আমি আগে আগে কোন প্রমিস করতে চাই না। তুমি শুধু একবার আমার জীবনে এসেই দেখো, আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে হাসিখুশি রাখার চেষ্টা করো।

৮. কতটা সময় আমি একা একা পার করে এসেছি। তোমার উপস্থিতি আমাকে জানান দিয়েছে তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, অনুগ্রহ করে ভালোবাসো আমাকে।

প্রপোজ করার ইংলিশ মেসেজ ২০২৪

প্রপোজ করার ইংলিশ কিছু মেসেজ এখানে প্রদান করছি আমরা। আপনারা যারা ইংরেজিতে আপনার পছন্দের মানুষটিকে প্রস্তাব দিতে যাচ্ছে তারা এখান থেকে ইংলিশ এসএমএস গুলো সংগ্রহ করে ব্যবহার করতে পারেন। সুন্দর আকর্ষণীয় কিছু প্রপোজ এসএমএস ইংলিশে প্রদান করা হলো নিচে।

1 I Today I’m expressing my feelings and want your answer. Will you be my forever?
2 I promise to love you today, tomorrow, and always. You have made me understand the definition of love. Let’s get together and make the world fall in love. Happy Propose Day!

4 My love for you grows stronger with each passing day. Happy Propose Day

 

6 You stole my heart, and I’m here to steal yours forever. With you, every moment is magical. Happy Propose Day
7 Sweetheart, I want to hold you in my arms and tell you how much I love you.
8 You are the missing piece to my puzzle. I promise to do everything I can to make you the happiest person in the world.
9 Will you be my partner in this beautiful journey? Happy Propose Day
10 With you every day is a celebration of love and it feels like I have found heaven on earth. Happy propose Day!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *