ইমোশনাল লাভ মেসেজ ( Emotional Love SMS ) ইমোশনাল বাংলা লাভ এসএমএস ইংলিশ

ইমোশনাল লাভ মেসেজ ( Emotional Love SMS ) ইমোশনাল বাংলা লাভ এসএমএস: লাভ এসএমএস সংগ্রহ করার উদ্দেশ্যে অনুসন্ধানকৃত ব্যক্তিগণ এখান থেকে নতুন কিছু বাংলা লাভ এসএমএস সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর এসএমএস অনুসন্ধান হয়ে থাকে অনলাইনে। অনলাইনে অনুসন্ধানকৃত সকল ব্যক্তিদের সকল বিষয়ে এস এম এস সম্পর্কিত তথ্য প্রদান করে সহযোগিতা করার উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি পরিচালনা করছি আমরা। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আজকের আলোচনায় প্রদান করছি ইমোশনাল লাভ এসএমএস। সুতরাং আপনারা যারা প্রেম ভালোবাসা সম্পর্কিত এমন ইমোশনাল এসএমএসগুলো করছেন তারা খুব সহজেই আমাদের আলোচনা থেকে এসএমএস গুলো সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন আপনাদের প্রয়োজনে।
বর্তমান সময়ের জেনারেশন সকলেই প্রেম ভালোবাসার সাথে জড়িত। এই জেনারেশনের ইমোশন সবথেকে বেশি লক্ষ্য করা যায় বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এটি নিশ্চিত করেছি আমরা। এরা ইমোশনাল লাভ এসএমএস ব্যবহার করে থাকেন ছোট কবিতা কষ্টের ভালোবাসার ইমোশনাল কথা সহ বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করেন। আমাদের আলোচনায় যে ইমোশনাল লাভ এসএমএস গুলো রয়েছে অর্থাৎ মেসেজগুলো রয়েছে সেগুলোই আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারবেন। আমাদের আলোচনায় থাকা ইমোশনাল লাভ মেসেজগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে।
ইমোশনাল লাভ মেসেজ
আপনি যদি আপনার ভালবাসার মানুষটিকে ইমোশনাল এসএমএস পাঠাতে চান তাহলে আমাদের আলোচনা থেকে সংগ্রহ করতে পারবেন ইমোশনাল লাভ মেসেজগুলো। আপনার প্রিয় মানুষটিকে ইমোশনাল করার জন্য এমন ভালোবাসার ইমোশনাল এসএমএস গুলো ব্যবহার করতে পারেন। প্রতিদিন অসংখ্য প্রেমিক-প্রেমিকা আমাদের আলোচনায় যুক্ত হয়ে এমন ইমোশনাল এসএমএস গুলো সংগ্রহ করে ব্যবহার করে থাকেন।
১। দিনশেষে বিশাল আকাশে ঝুলে থাকা চমৎকার চাঁদটার মতো আমিও একা ।
২। সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়। কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়।
৩। স্বপ্ন দেখা যতটা সহজ, বাস্তবতাটা ঠিক তার উল্টো!
৪। হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না, কিন্তু অনেক কিছু আড়াল করা যায় ।
৫। আমি সেই একজন, যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর জন্য কাঁদো। আমি সেই একজন, যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্ন দেখো।
Emotional Love SMS
নতুন ইমোশনাল এসএমএস গুলো সংগ্রহ করুন এখান থেকে। নতুন নতুন ইমোশনাল লাভ এসএমএস গুলো সংগ্রহ করেছি আমরা। পছন্দের মানুষটিকে ভালোবাসার এমন ইমোশনাল এসএমএস গুলো পাঠিয়ে উপকৃত হতে পারে না আপনি। বিভিন্ন সময় এমন এসএমএস গুলো সম্পর্কের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই যারা ইমোশনাল লাভ এসএমএস গুলো ব্যবহার করতে যাচ্ছেন ব্যবহার করতে পারেন।
৬। তোমাকে ভুলতে পারলেও, তোমার সৃতিগুলো কখনই ভুলতে পারবো না ।
৭। যেই খাচাতে থাইকা, শিখলি প্রেমের মানেটা, সেই খাচাটা ছাইরা যাইতেও কষ্ট পাইলি না ।
৮। সবথেকে কঠিনতম একাকীত্ব হল নিজেকে নিজের ভালো না লাগা ।
৯। মানুষের কখনও কখনও একা থাকা ভালো কারণ সেই সময়ে কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারে না।
১০। অসৎ মানুষের সঙ্গ লাভ করার থেকে নিঃসঙ্গতা ও একাকীত্ব অধিকতর শ্রেয় ।
ইমোশনাল বাংলা লাভ এসএমএস ইংলিশ ২০২৪
ইমোশনাল বাংলা লাভ এসএমএস গুলো আপনাদের মাঝে নিয়ে আসার উদ্দেশ্যে নিজেরাই এসএমএস লিখেছি। আমাদের টিম দিনরাত কাজ করে এমন কিছু নতুন ইমোশনাল লাভ এসএমএস নিয়ে উপস্থিত হয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের ভালো লাগবে এমন। নতুন নতুন এই লাভ এসএমএস গুলো সংগ্রহ করুন এবং আপনার ভালবাসার মানুষটিকে প্রেরণ করুন।
- “I swear I couldn’t love you more than I do right now, and yet I know I will tomorrow.” —Leo Christopher
- “If I had a flower for every time I thought of you…I could walk through my garden forever.” —Alfred Tennyson
- “The best and most beautiful things in this world cannot be seen or even heard, but must be felt with the heart.” —Helen Keller
- “A hundred hearts would be too few to carry all my love for you.” —Henry Wandsworth
- “When I look into your eyes, I know I have found the mirror of my soul.” —Joey W. Hill